প্রকাশ : ২১ মে ২০২২, ০০:০০
লাকসামে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর হোসেন সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামের কাজী বাড়ির আঃ আজিজের ছেলে আলমগীর হোসেন সোহেল নোয়াখালী জেলার কর্মস্থল থেকে বাড়ি আসার পথে সকাল সাড়ে ৭টায় লাকসাম প্রধান সড়কে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান।
উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, সোহেল উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ২০০৮ সালে সে এসএসসি পাস করে। এরপর সে গ্রামীণফোন কাস্টমার কেয়ারে চাকরি করতো। সর্বশেষ সোহেল নোয়াখালী জেলায় প্রাণ কোম্পানিতে চাকুরিরত ছিলো। সোহেলের বাবা আঃ আজিজ অসুস্থ থাকায় বাবাকে দেখতে বাড়ি যাচ্ছিলো সোহেল।