প্রকাশ : ২১ মে ২০২২, ০০:০০
চাঁদপুরের কৃতী সন্তান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়া বলেছেন, দীর্ঘ ২০ বছর পর চাঁদপুর জেলা জাতীয় পার্টির সস্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় পার্টিকে শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করা হবে। শুধু তাই নয়, তৃণমূল থেকে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। তাই আগামী ১১ জুন সম্মেলনকে সফল করতে সকল নেতা-কর্মীকে পরিশ্রম করতে হবে এবং সম্মেলন সফল করতে হবে।
তিনি বলেন, জাতীয় পার্টি দেশ পরিচালনাকালে চাঁদপুরে প্রধানমন্ত্রীসহ বেশ ক’জন মন্ত্রী দিয়েছেন। এই জেলায় শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে জাতীয় পার্টি ছিলো। তাই পল্লীবন্ধু প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে আগামীতে দেশ পরিচালনায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাঁদপুর থেকে নতুন উদ্যমে কাজ শুরু হলো।
তিনি বলেন, সম্মেলনে পার্টির চেয়ারম্যানসহ কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ আসছেন। তাই এ জেলার সুনাম অক্ষুণœ রাখতে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ নেতৃত্বে সকলকে কাজ করার জন্যে তিনি আহ্বান জানান। তিনি বলেন, সম্মেলন হবে, একটি পদে একাধিক প্রার্থী থাকবে। কিন্তু মনে রাখতে হবে, আমরা এরশাদ সৈনিকরা ঐক্যবদ্ধ, নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসার রাজনীতি জাতীয় পার্টি করে না। আপনারা প্রত্যেকে স্ব স্ব উপজেলা, ইউনিয়ন ও পৌর এলাকার নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করবেন। সকলের উপস্থিতি দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে চাঁদপুরকে তুলে ধরবেন।
এমরান হোসেন মিয়া গতকাল ২০ মে শুক্রবার সকালে চাঁদপুর শহরের ষোলঘরস্থ পালকি কমিউনিটি সেন্টারে আগামী ১১ জুন জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে জেলা জাতীয় পার্টির ১৫টি ইউনিট অর্থাৎ ৮টি উপজেলা ও ৭টি পৌর জাতীয় পার্টির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, আবুল কালাম আজাদ টুলু, বোরহান উদ্দিন মোল্লা, জাতীয় মহিলা পার্টির চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারুল বেগম, জেলা জাতীয় পার্টির সদস্য রফিকুল ইসলাম খান, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আঃ আউয়াল পাটোয়ারী, কচুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এমদাদুল হক রুমন, কচুয়া পৌর জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান খান, শাহরাস্তি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ শাহজালাল, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, ছেঙ্গারচর পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, চাঁদপুর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক শাহআলম মিজি, যুগ্ম আহ্বায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, সদস্য সচিব ফেরদৌস খান, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভূঁইয়া, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রাজা, জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব অ্যাডঃ মোঃ আরিফ হোসেন, পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জেএইচ টিপু, জাতীয় সাইবার পাটির জাকারিয়া হান্নান প্রমুখ।