প্রকাশ : ২১ মে ২০২২, ০০:০০
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুরস্থ নদী কেন্দ্রের দুজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে ড. মোঃ হারুনর রশিদকে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে ও ড. মোঃ রবিউল আউয়াল হোসেনকে রাঙ্গামাটি নদী উপ-কেন্দ্রে বদলি করা হয়েছে। বুধবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তাদের বদলির কারণ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
তাঁদের স্থলে চাঁদপুর নদী কেন্দ্রে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নীলফামারী জেলার সৈয়দপুর স্বাদুপানি উপ-কেন্দ্রের ড. খোন্দকার রশীদুল হাসানকে। ইনস্টিটিউটের উপ-পরিচালক (চ.দা.) মোঃ আজিজুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।