রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ মে ২০২২, ০০:০০

বড়কূলকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হাজীগঞ্জ পৌরসভা
পাপ্পু মাহমুদ ॥

উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৫০ মিনিটের খেলাটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৬নং বড়কুল ইউনিয়নকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয় হাজীগঞ্জ পৌরসভা।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুব উল আলম লিপন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মেহেদী হাসান মানিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ, হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ইব্রাহীম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, প্যানেল মেয়র জাহিদুর আজহার আলম বেপারী, আজাদ মজুমদার, কাউন্সিলর কবির কাজী, মনির কাজী, শাহ আলম, সাদেক মুন্সী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়