প্রকাশ : ২০ মে ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ মাহবুবুল আলমের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ মে বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা জজ আদালতের এজলাসে জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমানের উপস্থিতিতে ফুলকোর্ট রেভারেন্সে উপস্থিত ছিলেন বিচারকসহ আইনজীবীরা। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ আলম খান মঞ্জু।
এরপর চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন ফজলুল হক সরকার, বাংলাদেশ বার কাউন্সিলের ডি ব্লকের প্রার্থী অ্যাডঃ এটিএম ফয়েজ, শহীদুল্লাহ কায়সার, রুহুল আমিন সরকার, রণজিৎ রায় চৌধুরী, সেলিম আকবর, জহিরুল ইসলাম, শেখ জহিরুল ইসলাম, জাকির হোসেন ফয়সাল, মিজানুর রহমান, এমরান হোসেন, মিরাজ সিদ্দিকী, আহসান হাবীব, আবুল খায়ের, হালিম পাটোয়ারী, মোরশেদ আলম তালুকদার বাবুল, লতিফ শেখ, সামসুল ইসলাম মন্টু, সাদ্দাম হোসেন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ জামিল হায়দার বুলবুল।