রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ মে ২০২২, ০০:০০

ভাড়াটিয়ার বিরুদ্ধে মালিক পক্ষকে ফাঁসানোর অভিযোগ
অনলাইন ডেস্ক

গত সোমবার রাতে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় সংলগ্ন ইউসুফ ম্যানশন মার্কেটে আরাফ জুয়েলার্সে হামলা ও লুটপাটের ঘটনাকে পরিকল্পিত এবং মালিক পক্ষকে ফাঁসাতে ভাড়াটিয়া নিজেই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন মার্কেটের মালিক।

মালিক পক্ষ অভিযোগ করেন, দোকানের ডিট শেষ হওয়া সত্ত্বেও দোকান না ছাড়ায় মালিক কর্তৃপক্ষ ভাড়াটিয়াকে দোকান ছাড়তে বলায় ১৬ মে সোমবার রাতে ভাড়াটিয়া মোঃ নাহিদ ও রিফাত হোসেন চৌধুরী মার্কেটের মালিক কর্তৃপক্ষেরে উপর হামলা চালায়। এতে ইউসুফ ম্যানশনের মালিক ডাঃ আব্দুল হাইয়ের ছেলে মোঃ মেহমুদ আখন ও ভাগিনা মাসুদ পারভেজ বাবু পাটওয়ারী আহত হন বলে তারা দাবি করেন।

এ ঘটনায় ডাঃ আব্দুল হাই আখন্দ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৪২৬ বাংলা সনের ১লা বৈশাখ হতে ১৪২৮ সনের ৩০শে চৈত্র পর্যন্ত ৩ বছরের জন্যে মার্কেটের নিচতলায় মোঃ নাহিদ চৌধুরীকে দোকান ভাড়া দেই। ৩ বছর পূর্ণ হলে বহুবার বলার পরও ভাড়াটিয়া নাহিদ দোকান ছাড়তে অপারগতা প্রকাশ করে। গত ১৬ মে আবার আমার ছেলে ও ভাগিনা দোকান ছাড়ার বিষয়ে বলতে গেলে নাহিদ ও রিফাত আমার ছেলের উপর হামলা করে তাদের গুরুতর আহত করে। তাদের ডাক-চিৎকারে মার্কেটের আশপাশের মানুষ উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যায়। নাহিদ ও রিফাত হামলা করে ক্ষান্ত হয়নি তারা আমার পরিবারের অন্যদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। তারা আমার ছেলেকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অভিযোগকারী প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়