রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ মে ২০২২, ০০:০০

নান্নু মিয়া হাওলাদারের চেহলাম
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের দৈনিক মেঘনা বার্তা পত্রিকার প্রধান সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নান্নু মিয়া হাওলাদার ওরফে নান্নু হাজীর চেহলাম অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার মরহুমের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের দোকানঘর রহিম হাওলাদার বাড়িতে চেহলাম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চেহলাম অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, বর্তমান সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ওমর পাটোয়ারী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, চাঁদপুর রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম সরকার, কোষাধ্যক্ষ বাদশা হাজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটোয়ারী, ব্যবসায়ী জয়নাল খানসহ বিভিন্ন পেশার লোকজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের সকল পর্যায়ের আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

নান্নু হাওলাদার ৬৮ বছর বয়সে গত বছরের ২০ ডিসেম্বর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি ওই দিন রোববার রাত ৩টা ৪০ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর পূর্বে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনায় আক্রান্ত হওয়ায় তার লিভারে মারাত্মক সমস্যা দেখা দেয়। যার ফলে তিনি দেশে ও ভারতে চিকিৎসা নেন। দীর্ঘ দিন যাবৎ তিনি লিভারের চিকিৎসার পরও মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৬ ভাই, ৩ বোন, স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়