প্রকাশ : ২০ মে ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলায় বিদেশ ফেরৎ টাকার কথা বলায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে গত মঙ্গলবার রাতে।
জানা যায়, নিজ গাছতলা গ্রামের সুমন দর্জি একই এলাকার মুদি দোকানী মনির গাজীর শ্যালক রাসেলকে ৬ লাখ ৪০ হাজার টাকা নিয়ে সৌদি আরব নেন। সেখান থেকে সুমন দর্জি মোবাইল ফোনের মাধ্যমে রাসেলকে দালালের হাতে তুলে দেন। দালাল তাকে কোনো কাজ না দিয়ে আটকে রাখে এবং ২ মাস ১০ দিন পর বাংলাদেশে ফেরত পাঠান। এ নিয়ে সুমন দর্জির ভাই আলামিন দর্জি নিজে বিভিন্ন লোকজনের মাধ্যমে সালিস বসান। সে সালিসে সিদ্ধান্ত হয় স্থানীয়ভাবে বসে সমাধান করে জানানোর জন্যে। কিন্তু সুমন দর্জির ভাই আলামিন দর্জি এ নিয়ে টালবাহানা করতে থাকে।
গত ১৭ মে মঙ্গলবার রাতে হঠাৎ আলামিন দর্জি ক্ষিপ্ত হয়ে মনির গাজীকে বলেন, আমরা আপনার শ্যালককে বিদেশ নিয়েছি, কোনো টাকাণ্ডপয়সা দিতে পারবো না। এ নিয়ে মনির গাজী ও আলামিন দর্জির মাঝে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে আলামিন দর্জি, খালেক দর্জি, স্বপন দর্জি ও রিয়াদ দর্জি ক্ষিপ্ত হয়ে মনির গাজীকে মারধর করে এবং দোকানে ঢুকে মালামাল ক্রয় করতে যাওয়ার জন্যে বাড়ি থেকে আনা ১ লাখ ৫০ হাজার টাকা এবং মালামাল বিক্রির ৫ হাজার টাকা নিয়ে যায়। পরে আলামিন দর্জিরা ৯৯৯ নাম্বারে ফোন করে মিথ্যা কথা বলে পুলিশ নিয়ে আসে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। এমনকি বিদেশ ফেরৎ টাকা চাইলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
বর্তমানে মনির গাজীর পরিবার ও তার শ্যালক রাসেল নিরাপত্তাহীনতায় ভুগছে।