প্রকাশ : ২০ মে ২০২২, ০০:০০
২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় তিন বছর চাঁদপুর জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা মোঃ ইসমাইল হোসেনকে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার থেকে পদোন্নতি দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
১৮ মে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-০১ অধিশাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জানানো হয়। প্রজ্ঞাপনে মোঃ ইসমাইল হোসেন ছাড়াও চাঁদপুর সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়। মোঃ জাহাঙ্গীর আলম এর পূর্বে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মোঃ ইসমাইল হোসেন এনডিসি গত ১৯ ডিসেম্বর, ২০২০ খ্রিঃ তারিখে খুলনার বিভাগীয় কমিশনার পদে যোগদান করেন। তিনি গত ২৮ (আটাশ) বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বিভাগীয় কমিশনার, খুলনা হিসেবে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত সচিব পদে ভূমি মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগে কাজ করেছেন। যুগ্ম সচিব পদে স্বাস্থ্য সেবা বিভাগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কাজ করেছেন। ১১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে গত ১ এপ্রিল, ১৯৯৩ খ্রিঃ তারিখে তিনি কক্সবাজার জেলায় সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন।
খাদ্য মন্ত্রণালয়ের নবাগত সচিব মোঃ ইসমাইল হোসেন এনডিসি ঢাকা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।