প্রকাশ : ২০ মে ২০২২, ০০:০০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সারাদেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে নেয়া হচ্ছে। এরই মধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আজ ২০ মে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চাঁদপুরসহ ৩০ জেলায় অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্যে গত রোববার থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিয়েছেন পরীক্ষার্থীরা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে আজ শুক্রবার ৩০ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৮ জেলার সব ও ২২ জেলার কিছু উপজেলায় পরীক্ষা নেয়া হবে। দ্বিতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ ও কেন্দ্রের সংখ্যা ৬৫৩। এর মধ্যে চাঁদপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ১৮ জন। মোট পরীক্ষা কেন্দ্র ২৯টি। চাঁদপুর সদরে ১৮টি, হাজীগঞ্জে ৮টি ও ফরিদগঞ্জে ৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন চাঁদপুর কণ্ঠকে জানান, চাঁদপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের এখানে কোনো সমস্যা নেই। চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার ২৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থী ২৩ হাজার ১৮ জন।
তিনি বলেন, জেলায় ৫৩৯টি সহকারী শিক্ষকের শূন্য পদ রয়েছে। তার বিপরীতে প্রতি পদের জন্যে প্রার্থীর সংখ্যা ৪৬:১ জন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মৎ রাশেদা আক্তার বলেন, আমাদের প্রস্তুতি খুব ভালো। অধিদপ্তর থেকে যা যা নির্দেশনা দেয়া হয়েছে, শতভাগ নির্দেশনা অনুযায়ী কাজ করছি। বৃহস্পতিবার প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের সিরিয়াল অনুযায়ী সীট ফেলা হয়েছে। আজ পরীক্ষার দিন শুক্রবার সকালে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে। ইতিমধ্যে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।
শহরে যানজটের বিষয়ে তিনি বলেন, বাড়তি মানুষের চাপ পরীক্ষাকেন্দ্র অভিমুখে হবে, এটাই স্বাভাবিক। তারপরও যানজটের বিষয়ে ট্রাফিক বিভাগকে বলা হয়েছে। প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত পুলিশ সুপারও উপস্থিত ছিলেন।
জেলার যেসব উপজেলার কেন্দ্রে পরীক্ষা হবে, সেগুলো হলো : চাঁদপুর সদর : আক্কাছ আলী রেলওয়ে একাডেমি (মহিলা) ৫৬৫, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ (ছাত্রী শাখা) ১১৫২, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ (প্রধান শাখা) (মহিলা) ১৩৪৪, বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজ (কলেজ শাখা) (পুরুষ) ৫৩৬, বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজ (স্কুল শাখা) (পুরুষ) ৫৭২, বাগাদী গণি উচ্চ বিদ্যালয় (পুরুষ) ৬০০, চাঁদপুর সরকারি কলেজ (মহিলা) ১৮০২, চাঁদপুর সরকারি কারিগরি হাইস্কুল (পুরুষ) ৫৩০, চাঁদপুর সরকারি মহিলা কলেজ (মহিলা) ১০২২, গণি মডেল হাইস্কুল (মহিলা) ৫১৬, হাসান আলী সরকারি হাইস্কুল (মহিলা) ৭০০, লেডি দেহলভী উচ্চ বিদ্যালয় বালিকা (মহিলা) ৫৩০, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (মহিলা) ৫৮৬, এমএম নূরুল হক উচ্চ বিদ্যালয়(পুরুষ) ৫০৪, পুরানবাজার ডিগ্রি কলেজ (মহিলা) ১২০৫, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয় (মহিলা) ৫৬০, পুরানবাজার এমএইচ উচ্চ বিদ্যালয় (মহিলা) ৬৪১ ও ষোলঘর আদর্শ হাই স্কুল কেন্দ্র (মহিলা) ৩৩৭ ও (পুরুষ) ২০৩ জন।
হাজীগঞ্জের ৮টি কেন্দ্র : বাকিলা বহুমুখী হাইস্কুল (পুরুষ) ৫১৮, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ (পুরুষ) ৫৩০, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল হাইস্কুল (পুরুষ) ৯৩৩, হাজীগঞ্জ দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা (পুরুষ) ৫৮২, হাজীগঞ্জ ডিগ্রী কলেজ (পুরুষ) ৮৩০, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ (পুরুষ) ১৪৪৮, হাজীগঞ্জ মডেল কলেজ (পুরুষ) ১৩১৬ ও হাজীগঞ্জ পাইলট বালিকা হাইস্কুল (পুরুষ) ৬১৬ জন।
ফরিদগঞ্জের ৩টি কেন্দ্র : ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ পুরুষ ৬২৪, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা পুরুষ ৬৮৬ ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ পুরুষ ১০৩০ জন।