প্রকাশ : ১৯ মে ২০২২, ০০:০০
১৮ মে বুধবার জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের বার্ষিক পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার। ডিবি অফিস পরিদর্শন ও দাপ্তরিক কার্যক্রম নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, জঙ্গি, সন্ত্রাস, চোরাচালান ও মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ চুরি-ছিনতাই, ডাকাতি, দস্যুতা রোধকল্পে অগ্রিম তথ্য প্রদানের মাধ্যমে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্যে তিনি দিকনিদের্শনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম উপস্থিত ছিলেন।