প্রকাশ : ১৯ মে ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন দল মৈশাদী ইউনিয়ন দলকে ৫-৩ গোলে পরাজিত করে। বুধবার সদর উপজেলার পৌর ১৪ নং ওয়ার্ড ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ হেলাল উদ্দিন, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ খান, মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম পাটোয়ারী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মিজি, কল্যাণপুর ইউপি সচিব মিজানুর রহমান, মৈশাদী ইউপি সচিব শংকর আর্চায্য, আশিকাটি ইউপি সচিব আবু বকর মানিক, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন গাজী, যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান ডালিম, মোঃ সুমন হাওলাদারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।