প্রকাশ : ১৮ মে ২০২২, ০০:০০
শাহরাস্তিতে শিশু ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী দুলাল হোসেন (৫৫)কে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। ১৭ মে মঙ্গলবার সকালে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর দূরসম্পর্কীয় দাদা শাহরাস্তি পৌর এলাকার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির মৃত আম্বর আলীর পুত্র মোঃ দুলাল হোসেন (৫৫) নিজ এলাকায় কনফেকশনারী ব্যবসা করে। ভুক্তভোগী শিশু (১১) স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে বিভিন্ন সময়ে দুলাল হোসেনের দোকানে চকলেট ও চিপস কিনতে গেলে তাকে নানাভাবে যৌন হয়রানি করতো। গত ১৪ মে বিকেলে ভুক্তভোগী ক্লাস শেষে দুলালের দোকানের সামনে দিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় দুলাল হোসেন শিশুটিকে দোকানে ডেকে নিয়ে পিছনের কক্ষে ছুরি দেখিয়ে ধর্ষণ করে। পরদিনও একই সময় একই ঘটনার পুনরাবৃত্তি করে। ঘটনা অবগত হয়ে গত ১৬ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি ধর্ষণ মামলা রুজু করেন। সেদিন রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দুলাল হোসেনকে গ্রেফতার করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, অভিযুক্ত দুলাল হোসেনকে (৫৫) গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।