প্রকাশ : ১৮ মে ২০২২, ০০:০০
চাঁদপুরের অন্যতম সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব অধ্যক্ষ প্রফেসর মনোহর আলীর আজ ২য় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৮ মে সোমবার বিকেলে ঢাকার মোহাম্মদপুরে ছেলের বাসায় তিনি মৃত্যুবরণ করেন ।
প্রফেসর মনোহর আলী চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসরে যাওয়ার পর সচেতন নাগরিক কমিটি-সনাক, চাঁদপুর শাখার আহ্বায়ক পদে ৭ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সনাকের সদস্য ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।