প্রকাশ : ১৮ মে ২০২২, ০০:০০
হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ের মরহুম আবু জাফর মঈনুদ্দিন ভবনের ভিম ধ্বসে ৩ ছাত্রী গুরুতর আহত হয়েছে। এ ঘটনার পর উক্ত ভবন থেকে সকল ক্লাস সরিয়ে নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আহত ছাত্রীদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে চিকিৎসাসেবা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে বিদ্যালয়ের ৭ম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস নেয়ার সময় ২য় শিফটের ছাত্রী শাখায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সুমাইয়া আক্তার, চৈতি কর্মকার ও নিশি দাস।
৭ম শ্রেণীর ছাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে চাঁদপুর কণ্ঠকে জানান, গণিত ক্লাস নেয়ার সময় বিকট শব্দে ভিমের ভারী পলেস্তারা খসে পড়ে। এতে আমাদের ক্লাসের ৩ জন মারাত্মক আহত হয়।
শ্রেণি শিক্ষক নূরুল আমিন জানান, ক্লাস চলাকালে হঠাৎ করে শ্রেণিকক্ষের মাঝের একটি ভিমের ভারী পলেস্তারা খসে পড়ে। এতে করে সুমাইয়া নামের এক ছাত্রী মারাত্মক আহত ও অপর দুই ছাত্রী হালকা আহত হয়। তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। ঘটনার পর পর উক্ত ভবনের সকল ক্লাস অন্য ভবনে স্থানান্তর করা হয়েছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমর কৃঞ্চ শীল জানান, বিদ্যালয়ের নতুন ভবনের কাজ আমাদেরকে আরো দুই বছর আগে বুঝিয়ে দেবার কথা। নতুন ভবনের কাজ ঠিকাদার বুঝিয়ে না দেয়ায় বাধ্য হয়ে আমাদেরকে পুরাতন ভবনে ক্লাস নিতে হয়েছে। যার কারণে এই দুর্ঘটনা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি। এ ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।