প্রকাশ : ১৮ মে ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে আরাফ জুয়েলার্সে দুর্বৃত্তদের হামলায় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার মালামাল লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শহরের চিত্রলেখা মোড়ে স্বর্ণ মার্কেটের আরাফ জুয়েলার্সের মালিক নাহিদ চৌধুরী (পিতা মৃত গোলাম মোস্তফা চৌধুরী)-এর সাথে দোকান মালিক প্রবাল আখন্দ (৫০), বাবু পাটোয়ারী (৫৫) ও মোঃ নেয়ামত হাই পলাশের দোকান ভাড়াটিয়ার চুক্তিনামা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বেশ ক’জন অজ্ঞাতনামা ব্যক্তি নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহযোগে উক্ত দোকানে হামলা চালায়। এ সময় তারা নগদ ২০ লাখ টাকা ও ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। শুধু তাই নয়, এ হামলায় দোকানের আরো ৫/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এদিকে স্বর্ণের দোকানে হামলার ঘটনায় আহত নাহিদ চৌধুরী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানিয়েছেন তার স্বজনরা। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পরপরই খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।