প্রকাশ : ১৮ মে ২০২২, ০০:০০
১৭ মার্চ জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ফরিদগঞ্জ থেকে আমিনুল হক মাস্টারের নেতৃত্বে আমরা সমাবেশে যোগ দিয়েছিলাম। সেদিন শেখ হাসিনার বক্তব্য শুনে সমাবেশে উপস্থিত সকল নেতা-কর্মীর বুকে রক্তক্ষরণ হয়েছিলো। জননেত্রীর বক্তব্যে বলা সেদিনের প্রতিটি কথা প্রতিটি আশ্বাস বাস্তবায়নের কারণেই আজ বাংলাদেশকে উন্নত সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে। জননেত্রী শেখ হাসিনার জন্যেই স্বাধীনতার সপক্ষের বিজয় হয়েছে বার বার। আগামী দিনগুলোতে জননেত্রীর নির্দেশক্রমে আওয়ামী লীগের বিজয়ের লক্ষ্যে দলের প্রত্যেক সদস্যকে কাজ করে যেতে হবে।
গতকাল ১৭ মে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, ওয়াহিদুর রহমান রানা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, ওলামালীগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ইরান ও উপজেলা যুব মহিলালীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী, আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন মিয়াজী, এনামুল হক রাসেল, হাসান রাজা, কৃষক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সফর আলী, শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব আলম সোহাগ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেনসহ অন্যরা।