প্রকাশ : ১৮ মে ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে শাপলা আক্তার রিমি (২০) নামে এক নববধূর মৃতদেহ ঘরের ভেতর খাটের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী শাহ পরান লাশ ফেলে পালিয়ে গেছে। ১৭ মে মঙ্গলবার দুপুরে বাবুরহাট দক্ষিণ আশিকাটি গ্রামের এনায়েত পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
তবে শাপলা আক্তার রিমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, নাকি স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বিষয়টি নিশ্চিত হতে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিআইবি টিম ঘটনাস্থল তদন্ত করেন। পরে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্যে মৃতদেহ নিয়ে আসা হয়।
খবর পেয়ে চাঁদপুর সদর সার্কেল এএসপি আসিফ মহিউদ্দীন, মডেল থানার ওসি আব্দুর রশিদ, পিবিআই ও সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর ঘটনা তদন্ত ও আলামত সংগ্রহ করেন।
নিহত শাপলা আক্তার রিমি ময়মনসিংহ হালুঘাট চরকুমারিয়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। তার স্বামী শাহ পরান গাজী চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী সহর আলী গাজীর ছেলে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, একমাস আগে শাহপরান গাজী স্ত্রীসহ এনায়েত পাটোয়ারী বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। রাতের কোনো এক সময়ে স্ত্রী শাপলা আক্তার রিমিকে শ্বাসরোধ করে হত্যার পর শাহপরান পালিয়ে যায়। ঘটনাটি প্রতিবেশীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে অবগত করলে তারা আবার থানা পুলিশকে জানায়। আমরা ঘটনাটি তদন্ত করছি।