রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ মে ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা বাবু পুনর্নির্বাচিত
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হলেন বর্তমান ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম মোস্তফা বাবু। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

সোমবার ১৬ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৪৭ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিউল আজম রাজন পেয়েছেন মাত্র ৯ ভোট। আগামী চার বছরের জন্যে তিনি আবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

এর আগেও তিনি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১০ সালের মাঝামাঝি পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। এরপর ২০১০ সাল থেকে ২০১৪ সাল, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল, ২০১৮ সাল থেকে ২০২২ সাল নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তারপর ২০২২ সালের ১৬ মে থেকে আগামী ৪ বছরের জন্যে তিনি চতুর্থবারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

এই নির্বাচনে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী জিন্নাহ, আবু পাটোয়ারী, ওমর পাটোয়ারী, মোঃ জিল্লুর রহমান জুয়েল, তমাল কুমার ঘোষ, ফেরদৌস মোর্শেদ জুয়েল, মনোয়ার চৌধুরী, মিজানুর রহমান খান, আঃ মোতালেব শেখ, শরীফ মোঃ আশরাফুল হক, শাহির হোসেন পাটওয়ারী, সুভাষ চন্দ্র রায়, অ্যাডঃ সেলিম আকবর ও হেলাল হোসেন।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, নির্বাচনে ভোটগ্রহণ হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। চাঁদপুর স্টেডিয়ামে ভিআইপি প্যাভিলিয়নের দোতলায় জেলা আম্পায়ার এসোসিয়েশনের রুমে ২টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের পুনঃতফসিল অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোঃ ইমতিয়াজ হোসেন। রিটার্নিং অফিসার ছিলেন জেলা সমাজসেবা অফিসার রজত শুভ সরকার এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রশিদ। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মনির হোসেন ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসন কার্যালয়ের সাধারণ শাখার প্রধান সহকারী মোঃ সাখাওয়াত হোসেন।

নির্বাচনে ৫৭ জন ভোটারের মধ্যে ৫৬ জন ভোটার ভোট দেন। জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে এবারই প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়