প্রকাশ : ১৭ মে ২০২২, ০০:০০
সোমবার দুপুরে আগুনের সূত্রপাত ঘটে হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে সর্দার বাড়িতে। এতে করে ওই বাড়ির হারুন খন্দকার ও ইউসুফ আলীর বসতঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। দমকল বাহিনীর ধারণা, এ ঘটনায় কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা ইউসুফের স্ত্রী ফাতেমা বেগম গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন দেয়ার সাথে সাথে সিলিন্ডারের মুখে আগুন লাগে। এ সময় চিৎকার দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পান ফাতেমা বেগম। কিন্তু ততোক্ষণে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে ফাতেমা বেগমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা চালায়। ঘটনার কিছু পরেই হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততোক্ষণে দুটি বসতঘরের সকল মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত হারুন খন্দকার জানান, গত ক’দিন ধরে প্রতিবেশী ইউসুফ রান্না করার জন্যে লিকেজ থাকা একটি গ্যাস সিলিন্ডার কিনে এনে রান্না করছেন। তিনি সিলিন্ডারের উপরে ইট চাপা দিয়ে ব্যবহার করতেন। তারপরেও তিনি তা পরিবর্তন করেননি।
হারুন খন্দকারের অভিযোগ অস্বীকার করে ইউসুফ আলী বলেন, এই আগুনে হারুন মিয়ার চেয়ে আমি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাকে অযথা হয়রানি করার জন্যে এসব অপপ্রচার করা হচ্ছে।
গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত উল্লেখ করে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার মোঃ রাশেদুল আলম চাঁদপুর কণ্ঠকে জানান, ‘৯৯৯’ নম্বর থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনা হয়।