প্রকাশ : ১৭ মে ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রাবাজার চৌরাস্তা এলাকায় চাঁদপুর জেলা পরিষদের মালিকানাধীন ১৬টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। ১৬ মে সোমবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পরিষদ চাঁদপুর, ফায়ার সার্ভিস চাঁদপুর, সদর থানা পুলিশ, চান্দ্রা ইউপি চেয়ারম্যান উপস্থিত থেকে উচ্ছেদ পরিচালনা কাজে সহায়তা করেন।
উচ্ছেদ অভিযানের সময় ভেকু দিয়ে দোকানগুলো গুঁড়িয়ে দেয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্তনাদে এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাদের দাবি, নিজেদের জায়গায় তারা স্থাপনাগুলো নির্মাণ করেছেন। জেলা পরিষদ কাউকে লীজ দিয়ে থাকলে সেই লীজ অগ্রাধিকার পাওয়ার দাবিদার তারা। উচ্ছেদ অভিযানের সময় অসংখ্য মানুষের ভিড় জমে যায় সেখানে। চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।