প্রকাশ : ১৫ মে ২০২২, ০০:০০
কচুয়ায় ১০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার সকালে কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এসআই মামুনুর রশীদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনির সামনে বোগদাদ বাসে তল্লাশি করে গাঁজাসহ ২জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে রিপাতুল ইসলাম (১৯) ও পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার কচু বাড়িয়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে আল-আমিন হাওলাদার (৫৫)।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত দুমাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।