রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ মে ২০২২, ০০:০০

আলী মোহাম্মদ স্মৃতিবৃত্তি ও আবুল কাশেম মেধাবৃত্তি চালু
সেলিম রেজা ॥

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে মেধা ক্রমানুসারে বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বেলা ১২টায় স্কুলের নতুন ভবনের ৩য় তলায় সাবেক প্রধান শিক্ষক আলী মোহাম্মদ স্মৃতি বৃত্তি ও মোঃ আবুল কাশেম মেধাবৃত্তি ২০২২ প্রদান উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কুলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক সচিব মোঃ আবুল কাশেম। তিনি তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়া করা ছাড়া ছাত্র-ছাত্রীদের কোনো বিকল্প নেই। বৃত্তি হলো অনুপ্রেরণা দেয়ার একটি মাধ্যম। ভালো ছাত্র-ছাত্রী তৈরি করার একটি প্রক্রিয়া। দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় আজকের শিক্ষার্থীরাই একদিন শরীক হবে। তাই লেখাপড়া করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী ঢাকার বেগম রহিমা গার্লস স্কুলের প্রধান শিক্ষক মিসেস মমতাজ জাহান, প্রাক্তন ছাত্র মোঃ মাহবুবুর রহমান ও রুবিনা মরিয়ম। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির লেখা বই এবং ২টি ফুটবল উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন। প্রধান শিক্ষক স্কুলের এ নূতন ভবনটি মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে জানান এবং স্কুলের নতুন এ ভবন করার জন্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া ২ লাখ করে ৪ লাখ টাকার স্থায়ী এফডিআর করে সেখান থেকে বৃত্তির ব্যবস্থা করা হয়। ১৬ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়