রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ মে ২০২২, ০০:০০

হাইমচরে সাংবাদিকের মোটরসাইকেল পোড়ানোর ঘটনা খতিয়ে দেখছে পুলিশ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

হাইমচরে মাসুম বিল্লাহ নামে এক সাংবাদিকের মোটরসাইকেল কারা পুড়িয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন শেষে গাড়ি পোড়ানোর বেশ কিছু আলামত সংগ্রহ করে পুলিশ। ১২ মে বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় হাইমচরের দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের চরভাঙা গ্রামে ওই সাংবাদিকের বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটিয়েছে।

জানা যায়, মাসুম বিল্লাল নামের ওই সাংবাদিক হাইমচর উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুরের স্থানীয় দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার হাইমচর প্রতিনিধিসহ আঞ্চলিক বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সম্পৃক্ত থেকে সাংবাদিকতা করছেন।

মাসুম বিল্লাহ অভিযোগ করেন, অন্যদিনের মতো রাতে তার বসতঘরের পাশে ঝুপড়ি ঘরে ব্যবহৃত মোটরসাইকেলটি রাখেন। গভীর রাতে আগুনের লেলিহান শিখা তিনি দেখতে পান। এরই মধ্যে মোটরসাইকেলটি পুড়ে যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বা পেছনে দায়ী আপাতত তা তিনি জানাতে পারেননি। তাই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তিনি প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন।

হাইমচর উপজেলা প্রেসক্লাব সভাপতি ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক দীপু পাটোয়ারী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কীভাবে এমন দুর্ঘটনা ঘটেছে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত করে দ্রুত বের করতে হবে।

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন বলেন, ঘটনাটি শোনামাত্রই ঘটনাস্থলে পুলিশের টিম গিয়েছে। তথ্য উপাত্ত সংগ্রহ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়