প্রকাশ : ১৪ মে ২০২২, ০০:০০
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও পিএইচএফ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ মে মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের রেড চিলি পার্টি সেন্টার মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ সাখাওয়াত হোসেন শাকিলের সভাপতিত্বে ও ক্লাব ট্রেইনার (পিপি) শেখ মনির হোসেন বাবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুনাক চাঁদপুরের সভাপতি ডাঃ আফসানা শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশীদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রোটাঃ গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সাজেদা পলিন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সেক্রেটারী এমএ হান্নান, রোটারী ডিস্ট্রিক্টের সাবেক অ্যাসিস্ট্যান্ট গভর্নর নূরুল আমিন খান আকাশ, সাবেক সভাপতি রোটাঃ মোঃ জামাল হোসেন, রোটাঃ মোস্তাক আহমেদ খান, রোটাঃ আব্দুল বারী জমাদার মানিক, ইলেক্ট প্রেসিডেন্ট রোটাঃ মাকসুদুর রহমান, রোটাঃ ডাঃ সাইফুল ইসলাম সোহেল, রোটাঃ ডাঃ মিজানুর রহমান ও ডাঃ তানভির আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই রোটারী ফাউন্ডেশনে ২ হাজার ডলার অর্থ সহায়তা দেয়ায় ডাঃ মিজানুর রহমানকে এমপিএইচএফ সার্টিফিকেট এবং ১ হাজার ডলার করে অর্থ সহায়তা দেয়ায় মোঃ সাখাওয়াত হোসেন শাকিল, তানভির আহমেদ মিয়া, ডাঃ ইফতেখার উল আলম, রিম্পল চৌধুরী, ফারুক ভূঁইয়া ও সত্যজিৎ কর সোহাগকে পিএইচএফ সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট ও কোর্টপিন তুলে দেন অন্ষ্ঠুানের প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রোটাঃ হাজী মোঃ মোশারফ হোসেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, রোটাঃ আব্দুল্লাহ আল মামুন, রোটাঃ ইঞ্জিঃ জহিরুল ইসলাম, রোটাঃ অ্যাডঃ ওমর ফারুক টিটু, রোটাঃ শরীফ মোঃ আশ্রাফুল, রোটাঃ আলমগীর পাটোয়ারী, রোটাঃ শেখ মোঃ জসিম উদ্দিনসহ ক্লাবের সদস্যবৃন্দ।