রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ মে ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন ১১ জুন
মির্জা জাকির ॥

দীর্ঘ ২০ বছর পর আগামী ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাণ্ডকর্মীদের মাঝে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে।

সম্মেলন সফল করতে গতকাল শুক্রবার সকালে শহরের চেয়ারম্যান ঘাটে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আবদুল লতিফের চেম্বারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়া জানান, সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা। সম্মেলনের স্থান এখনো চূড়ান্ত হয়নি। তবে হাসান আলী হাইস্কুল মাঠ অথবা জেলা শিল্পকলা একাডেমিতে হতে পারে।

তিনি আরও জানান, সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মোঃ মজিবুল হক চুন্নুসহ পার্টির বেশ কয়জন সংসদ সদস্য এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়