প্রকাশ : ১৩ মে ২০২২, ০০:০০
সামান্য বৃষ্টিতেই মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারের স্কুল রোডসহ ক’টি অলিগলি পনিতে তলিয়ে যায়। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকার ফলে এলাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বর্ষার শুরুতেই বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাজারের এ রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।
ছেংগারচর বাজার হতে প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় হলেও এ বাজারে নেই পানি নিষ্কাশনের জন্যে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। বাজারের চারপাশের ছোট ছোট খাল ও গর্ত ভরাট করে বাসা-বাড়িসহ নানা ধরনের স্থাপনা গড়ে ওঠার কারণে বাজার এলাকার পানি নিষ্কাশন-পথ প্রায় বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলেই বৃষ্টির পানিতে বাজারের অলিগলিসহ রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে ছেংগারচর বাজারের স্কুল রোড এলাকায় প্রায় হাঁটু পানি জমে কোনো কোনো দোকানঘরের ভেতর পানি প্রবেশ করে। ফলে দোকানপাট বন্ধ রাখতে হয়।
ছেংগারচর বাজারের স্কুল রোডটি বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন অফিসের লোকজন, বাজারের ক্রেতাণ্ডবিক্রেতারা চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছে।
ছেংগারচর বাজারটি ছেংগারচর পৌরসভার আওতাধীন। ক’বছর ধরে বৃষ্টির পানিতে বাজারের অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে ব্যবসায়ীদের অভিযোগ।
ছেংগারচর বাজার বণিক সমিতির লিমিটেডের সভাপতি গিয়াস উদ্দিন জানান, বাজার ইজারা দিয়ে প্রতি বছর লাখ লাখ টাকা নেয়া হচ্ছে। অথচ বাজারে ড্রেনেজ ব্যবস্থা এবং উন্নয়নমূলক কাজ হয়নি। পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা করা না হলে বৃষ্টির পানি জমে বাজার এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিবে।
ছেংগারচর পৌরসভার নবনিযুক্ত প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ জানান, আমি বুধবার দায়িত্ব গ্রহণ করেছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থাগ্রহণ করা হবে।