প্রকাশ : ১৩ মে ২০২২, ০০:০০
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, জনশুমারির মাধ্যমে তথ্য জানা রাষ্ট্রের জন্যে জরুরি। উন্নয়নমূলক কর্মকাণ্ড ও কল্যাণের জন্যে তা জরুরি। এর মাধ্যমে জানা যাবে কারা সামাজিক সুরক্ষা পাওয়ার যোগ্য। তাই জনশুমারিতে সঠিক তথ্য দিন। সঠিক তথ্য দিলে রাষ্ট্র সঠিকভাবে পরিকল্পনা করতে পারবে। নানা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ সহজ হবে।
বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১২টায় মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় জনশুমারি ও গৃহগণনা পাইলটিং শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, দেশে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা শুরু হচ্ছে। আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য সংগ্রহের কাজ চলবে। কিছু এলাকা ঠিক করে সেখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যা প্রস্তুতি আমরা নিয়েছি, তা দিয়ে কতটুকু সফলতা আসবে সেটি দেখা হচ্ছে। এর মধ্যে কোনো ত্রুটি থাকলে তাণ্ডও সংশোধন করা হবে।
পাইলটিং শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব ড. দিপংকর রায়, জনশুমারি ও গৃহগণনা ২০২১-এর প্রকল্প পরিচালক মোঃ দিলদার হোসেন, ঢাকা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক এইচএম ফিরোজ, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শীলু রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিনহাজ-উল-ইসলাম প্রমুখ। সূত্র : বাংলা ট্রিবিউন।