রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ মে ২০২২, ০০:০০

পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির কৃতজ্ঞতা
স্টাফ রিপোর্টার ॥

গতকাল ১১ মে বুধবার অনাড়ম্বর পরিবেশে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝির ৫৩তম জন্মদিন পালন করেছেন তারই শুভানুধ্যায়ীসহ আত্মীয় পরিজন। গতকাল সকালে প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি তার কর্মস্থল চাঁদপুর পৌরসভায় আসলে তার সহকর্মী পৌর কাউন্সিলরগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টি খাইয়ে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তারা নিজেদের ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে জন্মদিনের কেক কাটেন এবং তার ভবিষ্যৎ সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় পৌর কর্মচারী-কর্মকর্তাগণও তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনসহ তার দীর্ঘায়ু কামনা করেন। সন্ধ্যায় তার পুরানবাজার নিতাইগঞ্জস্থ বাসভবনে পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ, জেলা, পৌর ও ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শুভানুধ্যায়ীগণ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছুটে আসেন। তারা তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় আগত সকলকে প্যানেল মেয়রের পরিবারবর্গ মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন।

প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি কখনো নিজের জন্মদিনকে বড় করে দেখিনি এবং সেভাবে চিন্তাও করিনি। কিন্তু আজ যেভাবে আমার প্রিয় সহকর্মী থেকে শুরু করে আমার আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীগণ আমার কাছে এসে বা মোবাইল ফোনের মাধ্যমে আমাকে জন্মদিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাতে আমি সত্যি অভিভূত। মানুষ যে আমাকে নীরবে নিভৃতে এতো ভালোবাসেন তার প্রমাণ আমি আগেও পেয়েছি আজো আবার পেলাম। তাদের এ নিঃস্বার্থ ভালোবাসার জন্যে আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সকলে আমার জন্যে দোয়া করবেন, আমি যাতে আপনাদের ভালোবাসার মর্যাদা রক্ষা করতে পারি। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও চাঁদপুরের অহঙ্কার শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, মোহাম্মদ আলী মাঝি ১৯৬৮ খ্রিস্টাব্দে চাঁদপুর শহরের পুরাণবাজার নিতাইগঞ্জ এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম হাজী আঃ করিম মাঝি ও মাতার নাম জুলেখা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জনক। তার জনসেবামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দাগণ তাকে পরপর ৩ বার কাউন্সিলর নির্বাচিত করেন। বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে বর্তমান পৌর পরিষদের ১নং প্যানেল মেয়র পদে অধিষ্ঠিত থেকে জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকের পদসহ বিভিন্ন সেবামূলক ও সাংস্কৃতিক পদে অধিষ্ঠিত রয়েছেন। একজন সফল ব্যবসায়ী হিসেবেও তার সুনাম রয়েছে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়