রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ মে ২০২২, ০০:০০

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ১ জনের মনোনয়নপত্র প্রত্যাহার
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী মঙ্গলবার (১০ মে) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এ দিন ৩০ জন প্রার্থীর মধ্যে সাধারণ সদস্য পদ থেকে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বুধবার ১১ মে প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বলে রিটার্নিং অফিসার জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার নিশ্চিত করেছেন।

তফসিল অনুযায়ী গত ২৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ করা হয়। ওইদিন ২৭ পদের জন্য ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত ৮ মে মনোনয়নপত্র দাখিল করেন ৩০ জন প্রার্থী।

নির্বাচনে ২৭ পদের মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জনসহ মোট ২৭ পদের জন্য ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন গত ৮ মে। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি ৪ পদে ৪ জন প্রার্থী, অতিরিক্ত সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সম্পাদক ২ পদের জন্যে ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, সাধারণ সদস্য ১৪ পদের জন্য ১৬ জন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার ২ জন প্রতিনিধি এবং ২ উপজেলার ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার (১০ মে) দাখিলকারীদের মধ্যে সাধারণ সদস্য পদ থেকে একজন সদস্য তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২৯ জন।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার ও ক্রিকেটার গোলাম মোস্তফা বাবু এবং সাবেক জাতীয় ক্রিকেটার সফিউল আজম রাজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়