প্রকাশ : ১১ মে ২০২২, ০০:০০
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকায় ১০ মে ২০২২ খ্রিঃ তারিখের প্রথম পাতায় প্রকাশিত ‘ফরিদগঞ্জে সরকারি দলের গ্রুপিং বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের অনুরোধ’ শিরোনামে সংবাদটি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার এক পর্যায়ে ফরিদগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সদস্যগণ এ বিষয়ে মতামত ব্যক্ত করেন। জেলা প্রশাসক জানান, দলীয় কোন্দল থাকলে সেটি দেখবে দলীয় ফোরাম কিন্তু দলীয় কোন্দল নিয়ে আইনশৃঙ্খলার ব্যত্যয় হলে আইনশৃঙ্খলা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ বিষয়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্ব রয়েছে, তাদের এ বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানান।
উল্লেখিত সংবাদটি সঠিকভাবে প্রকাশিত হয়নি এবং জেলা প্রশাসকের বক্তব্য সঠিকভাবে আসেনি বরং অসত্যভাবে প্রকাশিত হয়েছে। যা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে জেলা প্রশাসন মনে করে। জেলা প্রশাসনের পক্ষ হতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে আরও অধিক সতর্কতা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।
-দেবযানী কর, সহকারী কমিশনার, মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর, ফোন : ০২৩৩৪৪৮৫৬১১ (অ)/০১৭৩২৬০৮৮৩৮, ই-মেইল : [email protected]