রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ মে ২০২২, ০০:০০

মতলব ও হাজীগঞ্জে মাদকসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক ॥

মতলব ও হাজীগঞ্জে মাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত ৯ ও ১০ মে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, ৯ মে বিকেল ৫টায় মতলব উত্তর থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সাদুল্যাহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বদরপুর মন্নান মিয়া বাড়ি উঠান থেকে মাদক ব্যবসায়ী মোঃ শিপন (২০), (পিতাণ্ডমৃত বিল্লাল হোসেন, মাতাণ্ডনুর জাহান, স্থায়ী : ২নং ওয়ার্ড, বেপারী বাড়ি, সাদুল্যাহপুর গ্রামণ্ডমোল্লাকান্দি, মতলব উত্তর, চাঁদপুর)কে ২১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওইদিন দুপুর ২টা অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) আব্দুছ ছালাম সঙ্গীয় ফোর্স হাজীগঞ্জ পৌরসভাস্থ স্টেশন রোড বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন (২৮), (পিতাণ্ডমৃত মহরম আলী, মাতাণ্ডসামছুন নাহার, সাং-দক্ষিণ মকিমাবাদ, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর)কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।

১০ মে রাত ২টায় সময় মতলব উত্তর থানায় কর্মরত এসআই মোঃ রমিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সাদুল্ল্যাহপুর ইউনিয়স্থ বদরপুর লেংটার মাজার প্রধান গেইটের দক্ষিণ পার্শ্বের ইটের রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মাঃ সাইফুদ্দিন (৩২), (পিতাণ্ডমৃত কবির হোসেন, মাতাণ্ডজীবন নেছা, স্থায়ী : গ্রামণ্ডদিঘুলিপার, প্রধান বাড়ি, মতলব উত্তর, চাঁদপুর)কে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়