রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ মে ২০২২, ০০:০০

চাঁদপুরে ভোজ্য তেলের মূল্য তদারকিতে প্রশাসনের অভিযান
মিজানুর রহমান ॥

চাঁদপুরে ভোজ্য তেলের মূল্য তদারকিতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর। ১০ মে মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের প্রধান পাইকারি বাজার পুরাণবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সয়াবিন তেল বিক্রি না করে অবৈধ মজুদ, তেলের বোতলের গায়ের বিক্রয়মূল্য মুছে ফেলাসহ ভোক্তার সাথে প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১৪ লিটার তেল জব্দ করা হয়েছে। একই সময় মেসার্স সুভাষ পোদ্দারের প্রতিষ্ঠানে অভিযান চালালেও প্রশাসন প্রতিষ্ঠানের পরিচালক সুবল পোদ্দারের কোনো অনিয়ম পায়নি। তাকে সরকারের নির্দেশনা মেনে স্থানীয় ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সয়াবিন তেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখার পরামর্শ দেয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত কর্তৃক বাজার তদারকিমূলক এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় বেঙ্গল ট্রেডার্সকে ৩০ হাজার ও জয়দেব সাহা স্টোরকে ৫ হাজারসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। অভিযানে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, পাইকারি এ বাজারে কমপক্ষে ২০ থেকে ২৫ জন ফাস্টপার্টি ব্যবসায়ী রয়েছে। উপস্থিত ব্যবসায়ীদেরকে পণ্যের অবৈধ মজুতদারি এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়