প্রকাশ : ১০ মে ২০২২, ০০:০০
জন্মদিনেই করুণ মৃত্যুর শিকার হয়েছে এক শিশু। শিশুটির নাম নুসরাত। তার বয়স নয় বছর। জন্মদিনের কেক কিনতে বাজারে গিয়ে ফেরার সময় গাড়িচাপায় গুরুতর আহত হয়ে পরে সে মৃত্যুবরণ করে। ঘটনাটি ঘটেছে গত ৮ মে রোববার। মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে নুসরাত।
জানা যায়, ৮ মে রোববার ছিলো নুসরাতের জন্মদিন। সেজন্যে কেক কিনতে নুসরাতের মা নুসরাত ও তার ছোট বোনকে নিয়ে মতলব বাজারে যায়। সিএনজি অটোরিকশাযোগে মতলব উত্তর উপজেলার নন্দলালপুর বাজারের দক্ষিণ পাশে বাড়ির সামনে নামে। ড্রাইভারকে ভাড়া দেওয়ার সময় নুসরাত দৌড়ে রাস্তা পার হতে গেলে ঘটে বিপত্তি। ঢাকা থেকে চাঁদপুরগামী একটি প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও উপজেলার সাবুর এলাকার আবদুল মান্নানের ছেলে, প্রাইভেটকারের ড্রাইভার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমার গড়ির মালিক রিয়াজ উদ্দিন রাতুল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে চাঁদপুর যাওয়ার সময় নন্দলালপুর এলাকায় সিএনজির পিছন থেকে হঠাৎ একটি মেয়ে দৌড় দিয়ে গাড়ির সামনে পড়ে। মেয়েটিকে বাঁচাতে গিয়ে আমি গাড়ি রাস্তা থেকে নিচে নামিয়ে দেই। আরেকটু নিচের দিকে গেলে আমার ও গাড়ির মালিকের পরিবারসহ মৃত্যু হতে পারতো। পরে খবর পেলাম দুর্ঘটনায় আহত নুসরাত ঢাকা মেডিকেল মারা গেছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে এসআই পলাশ বড়ুয়া ঘটনাস্থলে যান। নিহত নুসরাতের অভিভাবকরা স্থানীয়ভাবে মীমাংসা হওয়ায় থানায় মামলা করেনি।
এ বিষয়ে নিহত নুসরাতের মামা রোবেল বেপারী জানান, আমার বোন থেকে জানতে পেরেছি, নুসরাত দৌড় দিয়ে গাড়ির সামনে পড়েছে, তাই থানায় মামলা করিনি।