প্রকাশ : ১০ মে ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ ধনপর্দ্দি গ্রামে আব্দুল মজিদ প্রধানের বাড়িতে রোববার দিবাগত রাতে পাষণ্ড স্বামী মোঃ নাসির উদ্দিন দেওয়ান (পিতা পানা উল্লাহ দেওয়ান) কর্তৃক স্ত্রী রূপা বেগম খুন হয়েছে। সরজমিনে গিয়ে জানা যায়, ৮ মে দিবাগত রাতে অন্যান্য দিনের মতো স্বামী-স্ত্রী তাদের রুমে থাকেন এবং পাশের রুমে ছেলে রবিউল ইসলাম (১৩) ঘুমিয়ে ছিলো। রবিউল ইসলাম জানায়, বাবা নাছির উদ্দিন আমার মাকে রাতের কোনো এক সময়ে হত্যা করেছে। সকালে আমি ঘুম থেকে উঠে মায়ের রুমের সামনে গিয়ে মাকে ডাকলে মা কোনো সাড়া-শব্দ দিচ্ছে না দেখে ভেতরে প্রবেশ করে দেখি বিছানায় মায়ের গলাকাটা লাশ পড়ে আছে। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।
ছেলে রবিউল আরো জানায়, গতকাল সন্ধ্যায় বাবা কার সাথে জানি মোবাইলে কথা বলার সময় বলে মাকে মেরে ফেলবে বলছিল, যা আমি দূর থেকে শুনেছি। আমি আমার মায়ের খুনির ফাঁসি চাই। বাবা প্রায় সময় মাকে মারধর করতেন। গত মাসে বাবার নির্যাতন সইতে না পেরে মা আগের ভাড়া বাসা থেকে চলে এসে এখানে বাসা ভাড়া নেন। খবর পেয়ে গত দুদিন আগে বাবা আবার এখানে চলে আসেন।
নিহত রূপা বেগম (৩০) মুন্সিরহাট বাজারে ছিদ্দিক গাজীর হোটেলে কাজ করতেন। রূপার ২ ছেলে রয়েছে। বড় ছেলে রবিউল ইসলাম (১৩) ও ছোট ছেলে ফাহিম (৮)। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মকবুল ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থলে আসেন পিবিআই, সিআইডি ও প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।