প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ০০:০০
গতকাল বৃহস্পতিবার দুপুরে অপরাধ সংশোধন ও পুনর্বাসন সমিতির অর্থায়নে চাঁদপুর জেলা কারাগারে আটককৃত মায়ের সাথে থাকা শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ ৬ জন ছেলে ও ৪ জন মেয়ে শিশুর হাতে এসব উপকরণ তুলে দেন। এছাড়া তিনি কয়েদিদের বিনোদনের জন্যে অপরাধ সংশোধন ও পুনর্বাসন সমিতির অর্থায়নে তিনটি টেলিভিশন জেল সুপারের নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী, সমাজসেবার প্রবেশন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।