প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ০০:০০
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে পবিত্র রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে ইফতার ও দোয়ার আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
২৮ এপ্রিল বৃহস্পতিবার রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, লেখক, বুদ্ধিজীবিসহ সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নদীবিধৌত জেলা। পদ্মা-মেঘনা-ডাকাতিয়া ও ধনাগোদা নদী বেষ্টিত অপরূপ জেলা চাঁদপুর। আসুন চাঁদপুরের উন্নয়নের জন্যে সকলে একত্রিত হয়ে কাজ করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রশাসক ওচমান গনি পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, আহসান উল্লাহ আখন্দ, তথ্য ও গবেষণা সম্পাদক বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।
এছাড়াও জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, সহ-সভাপতি আতাউর রহমান পাটওয়ারীসহ জেলা ছাত্রলীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব কবির ওচমানী।
উল্লেখ্য, কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সকলকে ইফতার পরিবেশনের মাধ্যমে আপ্যায়িত করা হয়।
আয়োজক সুজিত রায় নন্দী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।