শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে সরগরম ঈদবাজার
এমরান হোসেন লিটন ॥

করোনার কারণে গত দু বছর ঈদের বাজার মোটেও জমেনি। এবার অবশ্য চিত্র ভিন্ন। ক্রেতাসাধারণের উপস্থিতিতে ফরিদগঞ্জের বিপণীবিতানগুলো মুখরিত হয়ে উঠেছে। ঈদের পোশাক বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রয়কর্মীরা। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

ফরিদগঞ্জ উপজেলা সদরের কলাবাগান মার্কেট, সিটি সুপার মার্কেট, তালুকদার মার্কেট, পাটোয়ারী মার্কেট, হল মার্কেটসহ ছোট-বড় অন্য মার্কেট ও দোকানে বড়দের পাশাপাশি শিশুদের পোশাক সাজিয়ে রেখেছেন দোকানিরা। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে মার্কেটগুলোতে ঘুরে ক্রেতাসাধারণের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। এছাড়া উপজেলার বাইরে প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোর মধ্যে রূপসা বাজার, গৃদকালিন্দিয়া বাজার, কালিরবাজার, গোয়ালভাওর বাজার, খাজুরিয়া বাজার, পাটোয়ারী বাজার, মুন্সিরহাটসহ ছোট-বড় বাজারগুলোতে ক্রেতাসাধারণের সমাগম ছিল ব্যাপক। তবে প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোর মধ্যে চান্দ্রাবাজারে ক্রেতাসাধারণের ভিড় ছিলো লক্ষ করার মতো। এ বাজারে কম থেকে শুরু করে অনেক বেশি দামের যে কোনো পণ্য বিক্রি হয়। তাই এ বাজারে ক্রেতাসাধারণের ভিড় একটু বেশিই থাকে।

সরেজমিনে দেখা গেছে, শিশুদের জন্যে ইন্ডিয়ান, চায়না পার্টি ফ্রকসহ বিভিন্ন দামে টু-পিচ, থ্রি-পিচ, ওয়ান-পিচ, লেহেঙ্গা, সাবারা, শার্ট-প্যান্ট, বাসপা, টি-শার্ট এবং গরমে শিশুদের প্রশান্তির কথা ভেবে গেঞ্জি কাপড়ের টপ, টি-শার্ট, প্যান্ট এনেছে দোকানিরা। মেয়ে শিশুদের জন্যে সুতির টু-পিচ, থ্রি-পিচ, ফ্রকের বড় সংগ্রহ এনেছে ফ্যাশন হাউসগুলো।

ফরিদগঞ্জের কলাবাগান মার্কেটে আদিয়া জাহান বলেন, সন্তান ও আত্মীয়-স্বজনদের জন্যে কাপড় কিনতে এসেছি। কিন্তু পোশাকের দাম অনেক বেশি। ঘুরে দেখছি, পছন্দ ও দাম ঠিক হলে কিনবো।

সিটি সুপার মার্কেটের ক্রেতা জাহিদ বলেন, কাপড়ের দাম অনেক বেশি। গত কয়েক বছরের তুলনায় দ্বিগুণ দাম চাচ্ছে দোকানিরা।

চান্দ্রাবাজারের দোকানদার নাছির বলেন, প্রতি বছরের মতো এবারও শিশুদের কাপড় বেশি বিক্রি হচ্ছে। আর গরমকে সামনে রেখে এবার কাপড়গুলো গরমে পরার উপযোগী করে তৈরি করা হয়েছে। দাম একটু বেশি হলেও কাপড়ের মান ভালো ও আরামদায়ক।

মুন্না নামের আরেক বিক্রেতা বলেন, ক্রেতা সাধারণের চাহিদা মতো বিভিন্ন পোশাক সাজিয়ে রেখেছি। বিভিন্ন দামের বিভিন্ন সাইজের পোশাক আনা হয়েছে। এবার বেচা-বিক্রি মোটামুটি ভালো। তবে সামনে বিক্রি আরো বাড়বে বলে আশা করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়