প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১২০টি অসহায় পরিবারের মধ্যে বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিলো সেমাই, চিনি, দুধ, চাল, ডাল ও তেল।
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ সাখাওয়াত হোসেন শাকিলের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটাঃ এমএ হান্নানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রোটাঃ গিয়াসউদ্দিন মিলন।
এ সময় উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্টের সাবেক অ্যাসিস্টেন্ট গভর্নর নূরুল আমিন খান আকাশ, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটাঃ মোঃ জামাল হোসেন, রোটাঃ সফিউদ্দিন আহমেদ, রোটাঃ আব্দুল বারী জমাদার মানিক, প্রেসিডেন্ট ইলেক্ট মাকসুদুর রহমান, রোটাঃ ডাঃ মাসুদ হাসান, রোটাঃ ডাঃ রাশেদা আক্তার, রোটাঃ আমিনুল্লাহ শেখসহ ক্লাব সদস্যবৃন্দ।