শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ০০:০০

আজ জুমাতুল বিদা : মুমিনের প্রকৃত সাফল্য নাজাত
এএইচএম আহসান উল্লাহ ॥

একজন মু’মিনের প্রকৃত ও সর্বশেষ সাফল্য হচ্ছে নাজাত। অর্থাৎ মানুষের যে অনন্তকালের ঠিকানা সে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়াই হচ্ছে একজন মুমিনের প্রকৃত সাফল্য। মহান আল্লাহ কোরআন মাজীদে ইরশাদ করেছেন, ‘যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে সে-ই সফলতা লাভ করেছে।’ (সূরা আল-ইমরান)। এ আয়াতে কারীমায় বান্দার প্রকৃত সফলতা হিসেবে চিহ্নিত করা হয়েছে নাজাতকে। আর এই নাজাত লাভের মাধ্যমই হচ্ছে রমজান মাস। বিশুদ্ধ হাদিসগ্রন্থ সহীহ মুসলিম শরীফের একটি হাদিস হচ্ছে : রমজান মাসের প্রতিদিন আল্লাহতায়ালার পক্ষ থেকে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দেয়া হয়।

আজ ২৭ রমজান। আজ জুমাতুল বিদা অর্থাৎ রমজানের শেষ জুমা। খতিব সাহেবগণ আজকের জুমার খুতবায় ‘আল-বিদা আল-বিদা ইয়া শাহরু রামাদ্বান; আল-বিদা আল-বিদা ইয়া শাহরু নুযুলুল কোরআন’ ইত্যাদি নানা সম্ভাষণে এ বছরের জন্যে রমজান মাসকে বিদায় জানাবে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কিন্তু নাজাত পাওয়ার উপযুক্ত আমরা কজন হতে পেরেছি? হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী রমজান পেয়েও যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার উপযুক্ত হতে পারলো না, সে চরম হতভাগা। আর ক্ষমা না পেলে নাজাত পাওয়ার প্রশ্নই আসে না। এজন্যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও নাজাত পাওয়ার সৌভাগ্য হাসিলের চেষ্টা প্রত্যেকের করা উচিত। নাজাতের এই মৌসুমে যথাযথ সংযম, অনুতাপ ও অন্তরকে বিগলিত করে গাফুরুর রাহীম মহান স্রষ্টার দরবারে আমাদের কান্নাকাটি ও দোয়া মোনাজাত করা দরকার। এ কথা স্মরণ রাখতে হবে, আমরা যদি ক্ষমা ও নাজাত না পাই তাহলে ইহকালীন সব সাফল্য ও প্রয়াসই ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়