শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২২, ০০:০০

শুধু উৎসবেই নয়, শেখ হাসিনা প্রতিটি সময়ই আপনাদের পাশে রয়েছেন
বিমল চৌধুরী ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে আসন্ন ঈদকে সামনে রেখে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অবস্থানরত দুঃস্থ, অসহায় কয়েকশ’ নারী-পুরুষের মাঝে ঈদ সামগ্রী শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি গতকাল ২৭ এপ্রিল বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণকালে বলেন, গরিব-দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হলো জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য। তাই তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, শিশু ভাতা, প্রতিবন্ধী ভাতা, আশ্রয়হীনদের জন্যে আশ্রয়ণ প্রকল্প, গৃহহীনদের জন্যে ঘর উপহার দেয়াসহ একের পর এক প্রকল্পের বাস্তবায়ন করে যাচ্ছেন। যার সুফল পাচ্ছেন গরিব-দুঃখী অসহায় মানুষ। আপনারা দীর্ঘ একমাস সিয়াম সাধনা করার লক্ষ্যে রোজা রাখছেন। এই পবিত্র মাসে শেখ হাসিনার জন্যে দোয়া করবেন তিনি যাতে সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আপনাদের দোয়া নিশ্চয়ই সৃষ্টিকর্তা কবুল করবেন। বাংলার রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা যতোদিন থাকবেন, ততোদিন কারোই কোনো ভাত-কাপড়ের অভাব হবে না। কেউই কোনো উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবেন না। শুধু উৎসবেই নয়, জননেত্রী শেখ হাসিনা প্রতিটি সময়ই আপনাদের পাশে ছিলেন, আগামীতেও তিনি আপনাদের পাশে থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগ স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়ন করে। তার প্রমাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিটি কর্মী জাতির জনকের স্বপ্ন পূরণে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছেন, আপনারা সকলে তাদের জন্যেও দোয়া করবেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য হানিফ পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এসএম জয়নাল আবেদীন, বর্তমান সহ-সভাপতি অ্যাডঃ মোঃ আতাউর রহমান পাটওয়ারী ও শহর আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া। জেলা যুবলীগ নেতা ডাঃ শেখ মহসীনের পরিচালনায় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া, শহর আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শরীফ আহমেদ, সদস্য তিমির নাহা, টুটন মজুমদারসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়