শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ০০:০০

অসহায় বৃদ্ধাকে ঘর দিলেন অ্যাডঃ আব্বাস
নূরুল ইসলাম ফরহাদ ॥

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডঃ আব্বাস উদ্দীন ফরিদগঞ্জের সাহাদাতউল্লাহ ফোরকানিয়া মাদ্রাসা ও ইসলামিয়া কমপ্লেক্সের পুনঃনির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন-পরবর্তী তিনি এলাকাবাসীকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দেশের প্রখ্যাত কর আইনজীবী অ্যাডঃ আব্বাস উদ্দীন দীর্ঘদিন ধরে তাঁর নিজ এলাকা ফরিদগঞ্জ উপজেলায় জনকল্যাণ ও ধর্মীয় সেবামূলক কর্মকাণ্ড করে আসছেন। তারই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল রোববার দুপুরে পশ্চিম বড়ালী গ্রামের অসহায় বৃদ্ধা তপুরের নেছাকে একটি ঘর দান করেন। বিকেলে তাঁরই প্রতিষ্ঠিত সাহাদাতউল্লাহ ফোরকানিয়া মাদ্রাসার সংস্কার কাজ ও পুনঃনির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়াও তিনি উত্তর সাহেবগঞ্জ বাইতুল আমান জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের জন্যে কমিটির হাতে ৫ লাখ টাকা প্রদান করেন। উদ্বোধন শেষে স্থানীয় রোজাদারদের নিয়ে তিনি ইফতার ও দোয়ার মাহফিলে মিলিত হন। এর আগে তিনি এলাকাবাসীর মাঝে ইফতার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, রমজান হলো আত্মশুদ্ধির মাস। নিজেকে পরিশুদ্ধ করার মাস। এ মাসে প্রশিক্ষণ নিয়ে আমরা যেনো বাকি এগারো মাস নিজেদেরকে সত্যিকারের মুসলমান হিসেবে পরিচয় দিতে পারি সে কর্মকাণ্ড করবো। আমাদের দ্বারা যেনো কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যে যে সেক্টরে আছি সে সেক্টরকে যেনো সঠিকভাবে পরিচালিত করতে পারি। সবসময় আল্লাহর ভয় মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবকিছু দেখছেন। আমরা যেমন রোজা রাখা অবস্থায় আল্লাহর ভয়ে কিছু খাচ্ছি না, তেমনি করে সব পাপাচার থেকে বিরত থাকবো ওই আল্লাহর ভয়ে। রোজা আমাদেরকে সেটাই শিক্ষা দিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর হোসনে, মনির হোসেন, আজিজুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়