শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ০০:০০

প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা জোরদার বিষয়ক অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকসমূহে প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ এপ্রিল সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা অধিপদপ্তরের উদ্যোগে এবং জাপাইগোর অর্থিক ও কারিগরি সহযোগিতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।

তিনি বলেন, দেশে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে অনেক প্রসবসেবা এমআর এবং গর্ভপাত সেবা প্রদান করা হয়। সেখানে গর্ভপাত-পরবর্তী পরিবার পরিকল্পনা এবং সাধারণ পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হলে পরিবার পরিকল্পনা কার্যক্রম স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এতে করে অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাসেও সহায়ক হবে।

তিনি আরো বলেন, প্রসব-পরবর্তী সচেতন না হলে একজন মা ৮/৯ মাসের মধ্যে ফের গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে। আর অনাকাক্সিক্ষত গর্ভপাতের জন্যে মা এবং নবজাতক শিশুর মৃত্যুর ঝুঁকি যেমন থাকে, তেমনি এক সাথে দুজন শিশুকে লালন-পালন করতে গিয়ে ওই মাকেও বেগ পোহাতে হয়। তাই এ বিষয়টি আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে।

চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছের সভাপ্রধানে মতবিনিময় সভায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ সাজেদা পলিন, চাঁদপুর প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশের সভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহ, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মোঃ নূরুল হুদা, চাঁদপুর প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ নাসির আহমেদ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রজেক্টের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিষয়ে চাঁদপুর জেলার তথ্য উপস্থাপন করেন চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক একেএম আমিনুল ইসলাম। এছাড়াও জাপাইগোর কার্যক্রম সম্বন্ধে আলোচনা করেন জেলা ম্যানেজার রজতাংশু সাহা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাপাইগোর টেকনিক্যাল অফিসার ডাঃ মোঃ আরমান চৌধুরী। এ সময় চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ, জাপাইগো ও প্রাইভেট হাসপাতালের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাইভেট হাসপাতালের প্রতিনিধিগণ উক্ত কার্যক্রম জোরদারের বিষয়ে স্বাস্থ্য বিভাগকে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়