প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য চাঁন মিয়াসহ অন্যান্য সদস্যের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার উপজেলার বড়দৈল-মধুপুর সড়কে প্রায় ঘন্টাব্যাপী রাস্তায় টায়ার জ¦ালিয়ে এ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। বিক্ষোভ মিছিলটি মধুপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড়দৈল-মধুপুর সড়কে গাছ ফেলে ও টায়ার জ¦ালিয়ে যানবাহন অবরুদ্ধ করে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় এলাকাবাসী সাইফুল ইসলাম রুবেল, চারু মিয়া, আরিফুল ইসলামসহ আরো অনেকে। পরে খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঘটনার দিন রোববার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণের সময় ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লার ছেলের সাথে ইউপি সদস্যদের বাগ্বিত-া হয়। এক পর্যায়ে উভয়ের মাঝে হাতাহাতি ও সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ইউপি সদস্য চাঁন মিয়াসহ অন্য সদস্য আহত হন। এ ঘটনায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী।