শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা পরিষদ জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানসহ ২০জন সদস্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ এপ্রিল রোববার দুপুরে আয়োজিত এ সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী পরিষদের সকলকে ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী বলেন, সবাই আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলাম। শপথ গ্রহণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি-নির্ধারণী বক্তব্যকে আমি ধারণ ও লালন করে ৫ বছর কাজ করেছি। এ পরিষদ ইতিহাস সৃষ্টিকারী পরিষদ, কারণ আমরাই জেলা পরিষদ হওয়ার পর প্রথম নির্বাচিত পরিষদ। আমরা বছরব্যাপী বীর মুক্তিযোদ্ধাদের পাশে ছিলাম, বৃত্তি প্রদানের মাধ্যমে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলাম। বিদায় লগ্নে আবেগতাড়িত হওয়ায় অনেক কথাই মনে পড়ছে না। আমরা প্রায় প্রত্যেক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের চেষ্টা করেছি। জাতির পিতার লিখা অসমাপ্ত আত্মজীবনী বইটি হাজার হাজার শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছি। চাঁদপুরে আজ জেলা পরিষদ জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি নমিনেশন চাইবো, যদি আমাকে নেত্রী মনোনয়ন না দেন তাহলে আমি নির্বাচন করবো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে আমি কাজ করবো। আমি চেষ্টা করেছি আমার দায়িত্বকালে সরকারি ছুটি ছাড়া অন্য কোনো দিন অনুপস্থিত না থাকার জন্যে।

প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন প্রকৌশলী ইকবাল হোসেন, মহিলা পরিষদের নির্বাচিত সাবেক সদস্য ও মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, কচুয়া থেকে নির্বাচিত রওনক আরা রত্না, আয়শা রহমান লিলি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, পরিষদের সদস্য চাঁদপুর শহর থেকে নির্বাচিত মুকবুল হোসেন মিয়াজী, শাহরাস্তি থেকে নির্বাাচিত মোঃ তুহিন, হাজীগঞ্জ থেকে নির্বাাচিত ইকবাল হোসেন, ফরিদগঞ্জ থেকে নির্বাচিত মসিউর রহমান, কচুয়া থেকে নির্বাচিত জোবায়ের হোসেন, মতলব থেকে নির্বাচিত আল আমিন ফরাজী, কচুয়া থেকে নির্বাচিত সালাউদ্দিন ভূঁইয়া ও ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সাইফুল ইসলাম রিপন। আরো বক্তব্য রাখেন অফিস সহকারী সায়েম পাটওয়ারী, সার্ভেয়ার নাছির উদ্দিন, প্রধান সহকারী মোঃ মিজানুর রহমান, উচ্চমান সহকারী মোক্তার হোসেন, প্রধান হিসাব রক্ষক ইকবাল হোসেন, প্রকৌশল শাখার এমএ কুদ্দুস ও চালকদের পক্ষে গোলাম মাহবুব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রধান সহকারী মোঃ মজিবুর রহমান।

বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম জেলা পরিষদ নির্বাচনে আমরা নির্বাচিত সদস্য হিসেবে ছিলাম। এটাই আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। জেলা পরিষদ নাম যতদিন থাকবে, আমরা প্রথম নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাদের নাম থাকবে। আমরা চেষ্টা করেছি গত পাঁচ বছরে জনগণকে সেবা দেওয়ার। আমরা কতটা সফল হয়েছি তা সেবাভোগী জনগণই ভালো বলতে পারবে। গত ৫টি বছর আমাদের চেয়ারম্যান মহোদয় নিজেকে উজাড় করে মানুষের জন্যে কাজ করে গেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওচমান গনি পাটোয়ারীসহ সকল সদস্যকে জেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান এবং ইফতার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়