শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে তৃতীয় পর্যায়ে গৃহ প্রদানে প্রস্তুতিমূলক সভায় প্রেস ব্রিফিং
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক তৃতীয় পর্যায়ে গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি।

গতকাল রোববার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিদায়ী ইউএনও শিউলী হরি প্রেস ব্রিফিংয়ে বলেন, সরকারের সার্বিক উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা আমাদের সবসময় মনে থাকবে। বর্তমান সরকার একজন জনবান্ধব সরকার হিসেবে ভূমি ও গৃহহীনদের আপন গৃহে বসবাসের জন্যে ভূমি ও গৃহ প্রদান করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফরিদগঞ্জে তৃতীয় পর্যায়ে পাঁচটি ঘর প্রদান করেছেন। উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুরে দুটি ও সাহেবগঞ্জে তিনটি ঘর প্রদান করেন। পর্যায়ক্রমে ফরিদগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের আরো ভূমি ও গৃহ প্রদান করবেন।

উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, নারায়ণ রবিদাস, গাজী মমিন, আমান উল্লাহ খান ফারাবী, মেহেদী হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়