প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ০০:০০
হাজীগঞ্জে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
হাজীগঞ্জে পানিতে ডুবে বিবি খাদিজা নামের পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাজনাখাল গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই বাড়ির মোঃ মহিউদ্দিনের মেয়ে। সে ওই এলাকার আব্দুল মান্নান মেমোরিয়াল একাডেমির শিশু শ্রেণির শিক্ষার্থী।
|আরো খবর
স্থানীয়রা জানান, এদিন দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় খাদিজা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শিশু বিবি খাদিজার মৃত্যুতে তার পরিবার, নিকট আত্মীয়-স্বজন ও বাড়ির লোকজন এবং তার বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।