প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ০০:০০
জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ চাঁদপুর জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ১৭ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভাপতি আজহার আলী ও সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী স্বাক্ষরিত এক পত্রে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানা যায়।
জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির অনুমোদিত জাতীয় রিকশা ও ভ্যান শ্রমিক লীগ চাঁদপুর জেলা কমিটির নেতৃবৃন্দ হলেন : সভাপতি মোঃ আনোয়ার হোসেন (আনু মোল্লা), কার্যকরী সভাপতি মাসুদ ভূঁইয়া, সহ-সভাপতি হাসান সরকার, সাধারণ সম্পাদক রুহুল আমিন খান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন খান, সহ যুগ্ম সম্পাদক মোঃ ইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক দুলাল গাজী, প্রচার সম্পাদক খলিল বেপারী, সহ-প্রচার সম্পাদক লতিফ বেপারী, কোষাধ্যক্ষ আব্দুল রশিদ (ফারুক), দপ্তর সম্পাদক নুরুল ইসলাম খান, শ্রমিক কল্যাণ সম্পাদক আতর আলী, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক হাবিব মোল্লা, তথ্য বিষয়ক সম্পাদক লুৎফর হোসেন দেওয়ান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মন্নান খান, আইন বিষয়ক সম্পাদক নূরু গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুছ ঢালী, সম্মানিত সদস্য মোঃ আবদুল আলী, মোঃ খলিল সরদার, রুহুল আমিন গাজী, রফিক মাতাব্বর, জসিম উদ্দিন, সালেহ আহমদ, জালাল আহমদ, নিতাই ভৌমিক, ইসমাইল গাজী, মালেক মিজি, রামু শীল, সোহাগ গাজী, আহম্মদ খা, মান্নান ভান্ডারী, ইউছুফ মোল্লা ও খোরশেদ গাজী।