শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ০০:০০

মতলবে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলবে মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক ও প্রথম আলো প্রতিনিধি মুহাম্মদ জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সাপ্তাহিক দিবাকণ্ঠের সম্পাদক ও প্রকাশক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, ভয়েজ টিভির জেলা প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, ইত্তেফাক সংবাদদাতা আক্তার হোসেন, চাঁদপুর প্রবাহের প্রতিনিধি গোলাম হায়দার মোল্লা, ইল্শেপাড় মতলব ব্যুরো ইনচার্জ মাহফুজ মল্লিক, চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, চাঁদপুর প্রতিদিনের মতলব প্রতিনিধি মোশারফ হোসেন তালুকদার, দৈনিক শপথের মতলব প্রতিনিধি সোবহান ফারুক, মতলব কণ্ঠের বার্তা সম্পাদক কামাল হোসেন, সুদীপ্ত চাঁদপুরের মতলব প্রতিনিধি মোদাচ্ছের হোসেন পাটওয়ারী, সাংবাদিক মাসুম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, মতলব দক্ষিণ উপজেলায় ১শ’ ৭৯জন ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। এদের মধ্যে প্রথম পর্যায়ে একক গৃহ হিসেবে উপজেলার পেয়ারীখোলা ও খিদিরপুর মৌজায় ২৫জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ বরাদ্দ প্রদান করা হয়। তৃতীয় পর্যায় ১৯টি গৃহের মধ্যে ৪টি গৃহ নির্মাণ সমাপ্ত হওয়ায় আগামী ২৬ এপ্রিল ওই চার পরিবারের মাঝে জমি ও গৃহ বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়