প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ০০:০০
কচুয়ার মনসা-নয়াকান্দি গ্রামে কালবৈশাখী ঝড়ে নিরীহ নিমাই মজুমদারের বসতঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে তিনি পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসত করছেন। গত দুদিন পূর্বে রাতে কালবৈশাখী ঝড়ে নিমাই মজুমদারের এ ক্ষয়ক্ষতি সাধিত হয়।
স্থানীয় প্রতিবেশী সাইফুল ইসলাম ও মনির হোসেন বলেন, নিমাই মজুমদার একজন নিরীহ মানুষ। ঝড়ে তার বসতঘরটি ভেঙ্গে গেছে। এতে করে তিনি নিরূপায় হয়ে গেছেন। তার বসতঘর নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত নিমাই মজুমদার ও তার স্ত্রী সঞ্চিতা রাণী মজুমদার বলেন, ছেলে-মেয়েদের নিয়ে আমরা কষ্টে আছি। কালবৈশাখী ঝড়ে আমাদের ঘর ভেঙ্গে যাওয়ায় আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি। অর্থাভাবে ঘর নির্মাণ করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন তারা।